Facebook

তন্ময় বীর


হাত বাড়ালে বন্ধুতা

বন্ধু বাড়ালে আরও হাত

নির্জন তালুতে সুবাসিত

অক্ষর ঝরে সহস্রধারায়

বৃষ্টিতে যেভাবে ভেজে মাঠ

অযুত শিহরণবৃত্ত

বুক জুড়ে হৃদয়ের গোঠে



বন্ধুতা রাখা সুকঠিন নয়

বান্ধব হারানো বেশ সাবলীল

সহজিয়া বন্ধুচর্যায়

ফিরেছে শবর তার

শবরীর সাথে দিবালোকে

মত্ততার কাপাস তুলোয়


ওরকম উড়ে চলা ভারহীন

ছুঁয়ে ছুঁয়ে দোতারা বাজানো

ক্ষণসুখী অক্ষরসজ্জার লীলা

পৌরাণিক আলোয় রঙিন


বিশ্বজিৎ জালের থাবায়

সকলেই লিখছে নাম

সব ছেড়ে মুখের মাহাত্ম্যে


হয়তো আগামী তার

স্থানাঙ্ক ভুলেছে হৃদ্‌-এর

চতুঃপার্শ্বে ঘনঘটা

দাঁত নখ চোখ চুল কান

মুখের অরণ্যানী হৃদয়বিহীন





তন্ময় বীর, tanmaybir@gmail.com, phone- 9831380685

Comments