Sunday, March 17, 2013

 
     বসন্তবিলাপ
 
 
 
বিস্মৃতি খুঁড়ে তোলা
ম্লানতর প্রাক্তন বর্ণমালা
উজ্জ্বল দীর্ঘশ্বাসে ভেজা
 
বিলাপের কাল সীমাহীন
রাজ্যজয়ে চলো
 
ডালে ডালে নির্ভয় সমারোহ
সাংকেতিক এই ঋতু
হৃদয় ভাসানোয় পটু
এই এর জন্মদোষ
পঞ্চমে সর্বনাশ
 
করবির ডালে ফুটন্ত হৃদয়
ছিঁড়ে এনে পুঁতে দাও
সুষুপ্ত খোঁপায়
বহুকাল আলোকের স্বাদ
ভুলে গেছে ভাঙার মহিমা
 
তুলে আনা যাক
ম্লানতর হীনযান
প্রোথিত সংকেত কিছু
চৈতালি রেণুমাখা
স্বপ্নজাত তির্‌ তির্‌
 
স্পন্দমান অন্তঃশীলা
ভস্মঢাকা অতীব সজীব
 
 
 
 
 
 


Monday, March 4, 2013


এই বসন্তে লেখা কবিতা

 

 

বসন্ত এসেছে

আঙুর কেউ বেছে কিনবে না

দার্জিলিং উধাও হবে

ভুটিয়ারা ফিরে পাবে দেশ

কিংশুক নামান্তরে পলাশ

জেনেশুনে ভুল হবে

নির্বিঘ্নে আগুন আহার

বে-মালুম শরের আঘাত

 

আমের বল্লম

সোনার কাঞ্চন, গন্ধরাজ

রাজ্যজয়, মাতাল বাসনা

ভেতরে ভুলিয়ে দেয় ভয়

বাঞ্ছিত বসন্তের সেনা

মাঝরাতে কাঙ্ক্ষিত কড়া নাড়া

স্মৃতিরঙা বসন্তপূর্ণিমা

 

রঙ রস, ডুবে থাকা

ভিজে যাওয়া মলয় বাতাসে

এভাবে শেষ নয়, ভঙ্গুর

ভেসে থাকা ক্ষণিক আবেশে

 

তৃষ্ণার্ত চৌচির দিনে

চৌদিক প্লাবিত ঝড়ে

জীবনের পদে পদে ধুলো

আকাশে তাকিয়ে দেখি

স্মৃতিচিহ্ন বুকে নিয়ে

জীবনের দিকে উড়ে চলে

পূর্ণতর কাপাসের তুলো।

 

এই বসন্তে লেখা কবিতা

 

 

বসন্ত এসেছে

আঙুর কেউ বেছে কিনবে না

দার্জিলিং উধাও হবে

ভুটিয়ারা ফিরে পাবে দেশ

কিংশুক নামান্তরে পলাশ

জেনেশুনে ভুল হবে

নির্বিঘ্নে আগুন আহার

বে-মালুম শরের আঘাত

 

আমের বল্লম

সোনার কাঞ্চন, গন্ধরাজ

রাজ্যজয়, মাতাল বাসনা

ভেতরে ভুলিয়ে দেয় ভয়

বাঞ্ছিত বসন্তের সেনা

মাঝরাতে কাঙ্ক্ষিত কড়া নাড়া

স্মৃতিরঙা বসন্তপূর্ণিমা

 

রঙ রস, ডুবে থাকা

ভিজে যাওয়া মলয় বাতাসে

এভাবে শেষ নয়, ভঙ্গুর

ভেসে থাকা ক্ষণিক আবেশে

 

তৃষ্ণার্ত চৌচির দিনে

চৌদিক প্লাবিত ঝড়ে

জীবনের পদে পদে ধুলো

আকাশে তাকিয়ে দেখি

স্মৃতিচিহ্ন বুকে নিয়ে

জীবনের দিকে উড়ে চলে

পূর্ণতর কাপাসের তুলো।