এই বসন্তে লেখা কবিতা

 

 

বসন্ত এসেছে

আঙুর কেউ বেছে কিনবে না

দার্জিলিং উধাও হবে

ভুটিয়ারা ফিরে পাবে দেশ

কিংশুক নামান্তরে পলাশ

জেনেশুনে ভুল হবে

নির্বিঘ্নে আগুন আহার

বে-মালুম শরের আঘাত

 

আমের বল্লম

সোনার কাঞ্চন, গন্ধরাজ

রাজ্যজয়, মাতাল বাসনা

ভেতরে ভুলিয়ে দেয় ভয়

বাঞ্ছিত বসন্তের সেনা

মাঝরাতে কাঙ্ক্ষিত কড়া নাড়া

স্মৃতিরঙা বসন্তপূর্ণিমা

 

রঙ রস, ডুবে থাকা

ভিজে যাওয়া মলয় বাতাসে

এভাবে শেষ নয়, ভঙ্গুর

ভেসে থাকা ক্ষণিক আবেশে

 

তৃষ্ণার্ত চৌচির দিনে

চৌদিক প্লাবিত ঝড়ে

জীবনের পদে পদে ধুলো

আকাশে তাকিয়ে দেখি

স্মৃতিচিহ্ন বুকে নিয়ে

জীবনের দিকে উড়ে চলে

পূর্ণতর কাপাসের তুলো।

 

Comments