ঢেউপুরাণ

ঢেউ ভাঙছে পায়ের কাছে
থামছে কিছু বিভঙ্গেরই মাঝে
কমল করের ঢেউ নাকি-ও
কুরঙ্‌ চোখের কটাক্ষতে ওঠা

কিছুই নেই অতীত ভবিষ্যৎ
দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি
             বৃক্ষবৎ
অনন্ত সেই পুকুর পাড়ে
স্বপ্নলীনা মানসসরোবরে


আকুলতা সামান্য ও জলে
প্রতিবিম্বে ভেঙে যাচ্ছি
তুমি করছো খান্‌ খান্‌
আমি দেখছি গোটা

Comments