আমাদের শরীর শুধু


বল্লরী বন্ধনহীন স্বোচ্ছাসিত
উদ্ধত কামনার কার্মুক
স্বাগতম ঝুলে আছে মাধবীমঞ্জরী
কপোলস্পর্শী সুরঞ্জনী ওষ্ঠের চুমু
প্রতিস্পর্ধী আবরণ ছেঁড়া ভুঁইচাপা
নির্বানী কদমবাহার ঘন বাদলের কানে।
ওই তো উদ্ধত গ্লাডিলাসের প'রে
প্লাবণী পলাশ, কৃষ্ণ রাধার বিন্যাস
রক্ত জবার গর্ভমুণ্ডে রম্য প্রজাপতি
বর্ণগৌরবহীন ভ্রমরার গায়ে
সানুরাগী  স্বর্ণালী আলো
নির্বিন্ধ্যার  লোভনীয়  জলাবর্ত নাভি
জ্ঞাতআস্বাদী বিলক্ষণ জানে
চেনে ওই বিবৃতজঘন মহিমা
অবশা নদী, সাগর সফেন  কেমন
অমৃতনিস্যন্দী শুয়ে থাকে।
চূড়ায় সন্নিবদ্ধ ঘনশ্যাম
সুমেরু স্তনের উপমাউজ্জ্বল
 
 
আমদেরই শরীর শুধু বিপন্ন বিষাদ
পণ্যঠেসা আঙুরের লতা
অবৈভবী হীন অন্তঃসার
সর্বদা সতর্ক প্রহরায় ঘেরা
নীবীবন্ধ কাঁচুলি ইত্যাকার জ্বরে




 

Comments