পাথর
তন্ময় বীর

লিখব না
কিছু লিখব না
মরে গেলে সন্তান
আমি কী কবিতা ভাবতাম

বসন্ত
এমন বসন্তে
আত্মজের রক্তে শয়ান
আমি কী কবিতা ভাবতাম

পাথর
সমস্ত পাথর
সবুজ প্রাণের ক্ষেতে
আমার বুকের চাঁদ লাল হয়ে আছে।


Comments