Posts

Showing posts from April, 2015
পাঁজরে পা-রাখার শব্দের আশায় যা-ই লিখছি তাই হয়ে যাচ্ছে জল যে রাস্তায় যাই আকাল নিষ্ফল ওষ্ঠে রাখা ঠোঁট এ হৃদয়বিলাস চির স্বপ্নদোষ আত্ম-উল্লাস পদচিহ্ন সব ভোটচিহ্ন সব মনুষ্যত্বের কাছে এসে নীরব শস্ত্রগান চুপে মন্ত্রগান খুব মদ্যগানে চুর অর্থজ্ঞান খুব যা-ই ভাঁজছি তান, যা-ই গাইছি গান যে সুরই লাগাই, অর্থকরী টান কোথায় ডোবাচ্ছে কী রঙে রাঙাচ্ছে তাকে নিগূঢ় জল গোপন আহ্বান যা সব লিখেছে তা, ভেবেছি যেরকম নিমজ্জ ডুবন্ত পরাজিত আহত সিঁড়ির মতন সে পৃষ্ঠ পেতে আছে গোপনে সুসজ্জিত চোখ মুদে সজাগ আগামী আলোকের তিমির ঘাতকের পাঁজরে পা-রাখার শব্দের আশায়।