কবি তাপস

আছি রাতদিন ঘরে বসে
জং ধরেছে ঠ্যাং মজ্জায়
ফোনে ধরি - হে, তাপস রায় ...
ডাক আসে এক কাব্যের আড্ডায়

লেখা জমে গেছে ঘন
টন্‌ টন্‌ লাগে চাপা মনটায়
ফোনে ধরি - হে, তাপস রায় ...
ঠিক ছাপা হয় এক পত্রিকায়

পিঠে বাঁধা তাঁর চলমান এক ডাকবাক্স
মাথায় অবিরাম অলোকরঞ্জন আলোক রায়
শনি রবি কফি মগে হৈ হৈ আড্ডায়
যাকে ঘিরে বসে যায় কবিতার মক্‌শো
খুঁজে পেতে সুইনহোতে কবিকে ছাপায়


চুল হিজিবিজ চাপকান দাড়ি
ভোরে উঠে ব্যস্ত যোগায় 
তাঁর নাম তাপস হে, তাপস রায় 



Comments