মহারানি
মহারাজা
আমি অনুগত খোজা
এসব লিখব বলে লিখিনি কিন্তু
অচেতনে সত্য ও সোজা
এড়িয়ে গেছি সর্বদা

কোথাও বীর্যের গন্ধ
খুঁজে পবেনাকো তুমি
সামান্যতম উত্থিত পতাকা

এসব লিখব বলে লিখিনি কিন্তু
কাগজের বাঘ, নৌকা
সাগরের দারুণ জলে ভাসিয়ে
কুড়িয়েছি হাজারও বাহবা

মহারানি
মহারাজা
যাসব লিখব বলে লিখিনি কিন্তু
মরে যায়নি খামকা
ঘুমিয়ে রয়েছে অজগর চুপে

যাসব লিখেছি সব
তোমার লেখনী দিয়ে
আমার ব্রহ্মাস্ত্র রয়েছে সিন্ধুকে 

Comments