প্রকৃত কাছে গেলে
তন্ময় বীর

কাছে গেলে প্রকৃত সারস উড়ে যায়
প্রতিশ্রুতি গলে পড়ে মহাবাহু জলে

জলবন্দি দ্বীপলেখা সাশ্রু শ্লোকের
কোনও মানে বই, টীকাভাষ্য নেই
দেওয়ালে দেওয়ালে অতীত অভিজ্ঞান
বিশ্ববিদ্যালয় পাঠে নিমগ্ন পাহাড়
ময়ূরের অপেক্ষাগান বর্ষার রিংটোন
কোনদিকে যাব ডাঙরিয়া ?
সদ্য হাঁটতে শেখা বামন
বড়াইলের সুরঙ্গ কাটে
রবীন্দ্রসংগীত গায় মেখলামেয়ে
বহমান অশ্রু চিরে ইতিহাস
জেগে থাকে আলোকিত
দীর্ঘতম সেতুটির মতো

আমাদের ঈশ্বর ও আল্লা এক
এবং একটিই সন্দেহচিরে
দ্বিধাভক্ত সুরমা কুশিয়ারা

প্রকৃত কাছে গেলে সারস ওড়ে না
করতলে স্বর্ণালি স্মৃতির তর্পণ
বালিয়াড়ি ডুবে যায় স্রোতে
সেইসব স্বর্ণালি রুপোলি মীনেরা
ভেসে উঠে অনায়াস ধরা দেয়

ডোবেনা কখনো  

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. আজকের কবিতা: হলেও হতে পারে

    ভিজিট করুন: https://bit.ly/2XEcb9K

    ReplyDelete

Post a Comment