Posts

http://in.video.yahoo.com/​alltimetens-26140569/​alltime10s-26140632/​10-most-spoken-languages-294357​08.html
বসন্ত ও বিশল্যকরণী তন্ময় বীর ডাক দেওয়ার আগেই শীতরুক্ষ দধীচি আঙুলে জেগে ওঠে অব্যর্থ কচি নিমপাতা । নিমগ্ন শব্দজীব ী ছন্দলেখে প্লুত , এখনও হৃদয় হাতড়ে ফেরে পেলবতা । বসন্ত নির্ঘোষ কত মাঝপথে থেমে আছে অনাথ কূলহীন নিথর অহল্যা । সচকিত করে চপল মধুমাস অসমাপ্ত চুম্বনে চলে গেছে । নিষ্ঠুর নির্মম অবহেলায় নির্বোধ গর্ধভের পায়ে রাধাচূড়া ঝরেছে ময়দানের ঘাসে অবিরাম । কৃষ্ণচূড়া হাতে নিয়ে কবে মনে হয়েছিল তিমির তিমির হননের গান ; ট্র্যাডিশন সমান চলে ; এই যে অঞ্জলি শষ্পে পড়ে অবারিত নির্বাক হরিণ বস্ত্রের মতো লুঠ হতে হতে লুঠ হতে হতে ক্লান্ত বিস্রস্ত বিবশা শুয়ে আছে যেন নিশ্চিত। বসন্তের ছোঁয়াচে অকাল শিং রাত্রির গাঢ় মদে জন্মদেশে অপ্রতিরোধ্য শিহরণ তোলে জেনে পূর্বাহ্নে তৃতীয় নেত্রে বসন্তসেনার উদ্যত সদণ্ড শাসন। চূতমঞ্জরী মায় মালতী মল্লিকা টবের সম্পদ তারা কতটা চেনে রঙিন বসনপ্রান্ত। উদাসী বাঁশিতে নেই নাগরিক উদগ্র   উচ্ছ্বাস, এখানে প্রত্যহ ফোটে চিরবসন্ত । কী কী হারিয়ে গ
Image
http://sushantakar40.blogspot.in/
Image
Facebook তন্ময় বীর হাত বাড়ালে বন্ধুতা বন্ধু বাড়ালে আরও হাত নির্জন তালুতে সুবাসিত অক্ষর ঝরে সহস্রধারায় বৃষ্টিতে যেভাবে ভেজে মাঠ অযুত শিহরণবৃত্ত বুক জুড়ে হৃদয়ের গোঠে বন্ধুতা রাখা সুকঠিন নয় বান্ধব হারানো বেশ সাবলীল সহজিয়া বন্ধুচর্যায় ফিরেছে শবর তার শবরীর সাথে দিবালোকে মত্ততার কাপাস তুলোয় ওরকম উড়ে চলা ভারহীন ছুঁয়ে ছুঁয়ে দোতারা বাজানো ক্ষণসুখী অক্ষরসজ্জার লীলা পৌরাণিক আলোয় রঙিন বিশ্বজিৎ জালের থাবায় সকলেই লিখছে নাম সব ছেড়ে মুখের মাহাত্ম্যে হয়তো আগামী তার স্থানাঙ্ক ভুলেছে হৃদ্‌-এর চতুঃপার্শ্বে ঘনঘটা দাঁত নখ চোখ চুল কান মুখের অরণ্যানী হৃদয়বিহীন তন্ময় বীর, tanmaybir@gmail.com , phone- 9831380685
সুলীন বিদ্রোহ ( নীল বিদ্রোহের ১৫০ বর্ষ স্মরণে ) তন্ময় বীর খুব সুখী, স্বপ্নে অবিরল শাসকহীন শান্ত প্রজাকুল একপাত্রে মেহনতের অন্ন মেখে খায় কেউ কারো পদানত নয় অলুন্ঠিত সুরক্ষিত ধনমান গর্ভবতী ধর্ষণ করে না কোনো অবিমৃষ্য রোগ মরা ছেলে কোলে বসে নেই উদ্মাদিনী মা আদালত সসমান বেঁটে দিচ্ছে বিচারের অমৃত পাতে পাতে নির্লজ্জ সব ময়রানি বেবুশ্যে সটান তাকাচ্ছে বড়ো ছোটো মেজোবাবুদের চোখে নির্বংশ তোরাপ গোপী দেওয়ান শকুন পোষে প্রতিরোধের আভাস নেই স্মৃতি-সত্তার সুনীল গভীরে উন্নত শাসকের তূণ ও তীর সুকৌশলে মুছে দেয় বিভাজন —   ইতিহাসরেখা আজ কোনো বিপ্লব নেই পথ খোলা নেই নির্বিকল্প ঊর্ণনাভজালে মরে যাওয়া ছাড়া