হাঁড়ি বললেই ভাতকথা মনে পড়ে
চাল বললেই ক্ষিদে
উপাচারে ষোলো
বিকল্পে ছিল পরমান্নের কথামালা

রাস্তা বললে সমাধান আসে মনে
ফুল বললেই খোঁপা
বিচিত্র ইকেবানা বিন্যাস
পথ চেয়ে ছিল লাজুক দোপাটি

আয়নায় মুখ ভাসে কার
নিজের, নিজের; উজ্জ্বল
দুর্ভেদী অহং অভ্রংলিহ
পৃথিবী আড়াল প্রেক্ষাপটে

এক বললেই একক শুধু
খুব মৌলবাদ

উপচানো হাঁড়ি
সুরাহার চৌরাস্তায়
বিনোদ বেণী রাক্ষসে খাক
আপনাকে আজ আপনি চিনুক

চৌচির ছিঁড়ে ছিন্ন করুন
বহুত্ববাদী বাউল


 

Comments